আজিজুল হক নাসির: নবীগঞ্জে বন্যপাখি শিকার করে বিক্রয়ের অপরাধে সজ্জাদ মিয়া (৫০), সুমন মিয়া (২০)কে ২হাজার টাকা করে ও জয়নাল মিয়া (২২)কে ৮ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ অক্টোবর) বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন।
হবিগঞ্জ জৈব বৈচিত্র্য ও বন্যপ্রাণী কর্মকর্তা সাবরিনা শিমু জানান, বুধবার দিনভর নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে
রেঞ্জ অফিসার মাহমুদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ এর একদল বনকর্মী।
অভিযান কালে, দেবপাড়া থেকে ৪টি সরালি পাখি সহ সজ্জাদ মিয়া, তার পুত্র সুমন মিয়াকে এবং উপজেলা সদর থেকে বাজারে বিক্রয় কালে ১৬ টি সরালি পাখি সহ জয়নাল মিয়াকে আটক করা হয়।
সজ্জাদ মিয়া উপজেলার পূর্ব দেবপাড়ার মৃত মোস্তফা মিয়ার পুত্র, সুমন সজ্জাদ মিয়ার পুত্র ও জয়নাল মিয়া চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার পুত্র ।
অভিযানে মিরপুর বাজার থেকেও ২ টি শালিক ও ১টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাখি গুলোকে নবীগঞ্জ হাওরে অবমুক্ত করা হয়েছে।
বন, বন্যপ্রাণী, পাখি, অতিথিপাখি/পরিযায়ী পাখি শিকাররোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বনবিভাগ।
দ.ক.সিআর.২৫