মাধবপুর প্রতিনিধি: আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে সিলেট মাজার থেকে ফেরার পথে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুরের বেজুড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে খাঁদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
দ.ক.সিআর.২৫