সারোয়ার নেওয়াজ শামীম: গতকাল (২৫ অক্টোবর ) হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অভিযানে ৭৮ কেজি ভারতীয় গাঁজা এবং ৪৭ বোতল মদ উদ্ব্বার করা হয়।
জানাযায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করে ৭৮ কেজি ভারতীয় গাঁজা এবং ৪৭ বোতল মদ জব্দ করেছে। যার মোট সিজার মূল্য প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার ৫০০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র দায়িত্বে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল গত ২৫ অক্টোবর রাতে তেলিয়াপাড়া নামক এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক (১১-৫০ মিঃ)এ টহলদল উক্ত এলাকায় অভিযান চালিয়ে শূন্য লাইনের কাছে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন অবস্থায় ৭৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। কিন্তুু কাউকে গ্রেফতার করতে পারে নাই।
জনমনে প্রশ্ন এসব আসলো কিভাবে আবার প্রাচারকারী পালায় কি করে? তাহলে কি অধরাই থেকে যাবে রাষ্ট্র ধ্বংসকারী মারাত্মক চোরাকারবারি? অবশ্যই চেষ্টার ফল বিফলে যায় না, সীমান্তপথে যারা মাদক দেশে নিয়ে আসলো প্রশাসন তাদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক।
দ.ক.সিআর.২৫