বিজ্ঞাপন ডেস্ক: বাহুবল উপজেলা সদরে অবস্থিত বাহুবল কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পূর্ণকালীন সেমিনার সহকারী পদে ১ জন জনবল নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদেরকে (স্নাতক পাস ও কম্পিউটারে দক্ষ) ৫ নভেম্বের ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি ও এক কপি ছবিসহ অধ্যক্ষ, বাহুবল কলেজ, বাহুবল, হবিগঞ্জ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: -অধ্যক্ষ, বাহুবল কলেজ, বাহুবল, হবিগঞ্জ।
#নিয়োগ বিজ্ঞপ্তি #বাহুবল কলেজে #চাকরির-খবর
দ.ক.সিআর.২৫