হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামুলক বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) দুপুরে রাজারহাট আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস বা পরজীবী জীবাণু গুলো যখন নিজেদের পরিবর্তন করে, সেই সকল জীবাণু সম্পর্কে (অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স) সচেতনতামুলক বই বিতরণকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান,রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: গোলাম রসুল রাখি, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল আলম, ঔষধ প্রশাসন কুড়িগ্রামের তত্ত্বাবধায়ক মো: হাফিজুর রহমান মিয়া।
এছাড়াও পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫