সারোয়ার নেওয়াজ শামীম: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট জনেনতা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল। তিনি বলেন, “বাংলাদেশ একটি বহু ধর্ম, বহু সংস্কৃতির দেশ। এই দেশের মানুষ সবসময় মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছে। ধর্ম যার যার, দেশ সবার — এই নীতিতে বিএনপি সবসময় বিশ্বাসী। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এইবারের দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা চাই সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকুক।”
তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।
এছাড়াও পূজা মন্ডপ এ বক্তব্য রাখেন, চুনারুঘাটের সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন সামছু,তিনি বলেন আপনারা অতীতে অনেক কে ভোট দিয়েছেন, এম পি মন্ত্রী হয়েছেন কিন্তুু ওনারা জনগণের জন্য কি করেছেন?দৃশ্য মান কিছুই না,আমাদের আশ্বাস দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছেন, আসুন পরিবর্তন করি ফয়সল সাহেব কে জয়ী করি। আরও উপস্তিত ছিলেন প্রফেসর মোজাম্মেল হক তালুকদা সাবেক সাধারন সম্পাদক, খাইরুল আলম সাবেক সভাপতি, যুবদল এডঃ মোজাম্মেল আহমেদ চৌঃ ফয়সল সভাপতি যুবদল এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ।
দ.ক.সিআর.২৫