পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫” আজ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ অনিল চন্দ্র কির্তুনিয়া। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অধ্যক্ষ অনিল চন্দ্র কির্তুনিয়া তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ লাগায় এবং তার যত্ন নেয়, তাহলে আমরা একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস ও এর আশপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দ.ক.সিআর.২৫