চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে ৫০ লক্ষ টাকার বেশি সিলিকা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার।
(২১ অক্টোবর)মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুড়ি ইউনিয়নের শ্রী বাড়ি চা বাগান এলাকার করাঙ্গী নদী থেকে ১ লক্ষ ১৪ হাজার ঘনফুট অবৈধ সিলিকা বালু জব্ধ করা হয়।
জানাযায়,চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে যাচ্ছিল একটি চক্র।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার সরেজমিন গিয়ে বালুগুলো জব্দ করেন।প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু কেখোরা করা পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেন নি।
অভিযানের সময় চুনারুঘাট থানার পুলিশের একটি টিম সহযোগিতা করে।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন,অবৈধ বালু ব্যবসায়ী, বালুখেকু ও সিলিকা বালু উত্তোনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর।.২৫