নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায়— ১) মোঃ সুহেল মিয়া, পিতা- দুলাল মিয়া। ২) মোঃ শফিক মিয়া, পিতা- মনসুর আলী, সর্ব সাং–মঙ্গলপুর, চৌমুহনী, মাধবপুর — এই দুই ব্যক্তিকে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং স্থানীয়ভাবে মাটিখেকোদের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়।
অভিযান চলাকালে মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন, “সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
দ.ক.সিআর.২৫