হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধিঃ গতকাল রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকদ্রব্য গাঞ্জা বিক্রি করার সময় মো. খালেক (৫৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
নাককাটিহাট মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা তাঁকে আটক করে রাজারহাট থানায় সোপর্দ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নাককাটিহাট মাদক প্রতিরোধ কমিটির তৎপরতায় মাদক ব্যবসায়ী খালেককে গাঞ্জা বিক্রির সময় আটক করা হয়। পরে তাঁকে রাজারহাট থানায় হস্তান্তর করা হলে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আটককৃত খালেক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও দু'টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুধু তাই নয়, এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধে তাঁর ১৫ দিনের কারাদণ্ড হয়েছিল। বারবার আইন লঙ্ঘন সত্ত্বেও তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় রাজারহাট থানা পুলিশ মাদক প্রতিরোধ কমিটি, নাককাটিহাট-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। সমাজের প্রতিটি গ্রাম, বাজার ও এলাকায় এভাবেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ এবং জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
দ.ক.সিআর.২৫