বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে সেবা প্রত্যাশিদের সাথে নিষ্ঠুর জমিদার সূলভ অশোভন আচরণ ও ভূমি সেবায় দূর্ভোগ কমাতে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশের পরদিন বানিয়াচংয়ের এসিল্যান্ড মোঃ ইসমাঈল রহমানকে আজমিরীগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাকে আজমিরীগঞ্জ উপজেলায় এসিল্যান্ড হিসেবে বদলির আদেশ দেয়া হয়।
এর আগে গত ১৩ অক্টোবর সোমবার সকাল ১০.টায় বানিয়াচং উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ওই কর্মকর্তার অশোভন আচরণে ক্ষুব্ধ হয়ে অপসারণ দাবিতে সর্বস্তরের জনগণের ব্যানারে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবিষয়ে হবিগঞ্জের একাধিক স্থানীয় দৈনিক এবং জাতীয় দৈনিকে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।
উল্লেখ্য-চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে বানিয়াচংয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মোঃ ইসমাঈল রহমান। এরপর থেকেই বানিয়াচংয়ে ভূমি সেবায় চরম ভোগান্তিতে পড়েন জনসাধারণ। শুধু তাই নয়, সেবা প্রত্যাশিদের সাথে অসদাচরণ ও নিষ্ঠুর জমিদার সূলভ আচরণের দায়ে ওই কর্মকর্তা একাধিকবার স্থানীয় এবং বিভিন্ন জাতীয় দৈনিকে শিরোনাম হয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেলে প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভের সাথে তিনি অশোভন আচরণ করে মারমুখি হয়ে তেড়ে আসেন। তাছাড়া ১ নম্বর ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পালনে এসিল্যান্ড দ্বারা জনগণের ভোগান্তি লাগব করতে এবং অবৈধ ড্রেজার মেশিন থেকে বখরা গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছিলেন সর্বস্তরের জনতা। অপরদিকে বিক্ষোভ সমাবেশের পরদিন অভিযুক্ত এসিল্যান্ডকে বদলি করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেকে পোস্ট করার দৃশ্য দেখা গেছে।
দ.ক.সিআর.২৫