হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইমাম বাওয়ানী টি এস্টেটে দীর্ঘ সময় ধরে চলছে নানামুখী অস্থিরতা। এরই মধ্যে চা শ্রমিক সন্তানদের পড়ালেখাও দু' বছর যাবৎ বন্ধ হয়ে পড়েছে। একমাত্র বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ায় চা শ্রমিক সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পড়ে।
সম্প্রতি বাগানের নানামুখী জটিলতা পরিদর্শনে হবিগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফরিদুর রহমান বাগান ভিজিটে যান। অন্যান্য অসংগতি পর্যালোচনার পর জানতে পারেন, বাগানের একমাত্র বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি দু' বছর যাবৎ বন্ধ রয়েছে। শিক্ষকগণের বেতনভাতা পরিশোধ না হওয়ায় শিক্ষক আসছেন না। চা শ্রমিকদের মজুরীই বন্ধ। শিক্ষকের বেতন আসবে কোথা থেকে। সুবিধা বঞ্চিত চা শ্রমিক সন্তানদের শিক্ষার দ্বার উন্মোচন করতে তিনি তাৎক্ষনিক উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন, একজন শিক্ষক যেভাবে হোক দেয়ার জন্য।
ইমাম বাওয়ানী টি এষ্টেট এর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষানুরাগী ও মানবতাবাদী জেলা প্রশাসক ডঃ ফরিদুর রহমানের মহতী উদ্যোগে বিদ্যালয়টি চালু হওয়ায় পিছিয়ে পড়া চা শ্রমিক সন্তানদের মাঝে আনন্দের জোয়ার বইছে। এতে চা শ্রমিকরাও আনন্দিত।
সমাজে পিচিয়ে পড়া জনগোষ্টি ও তাদের জীবনমান উন্নত ও তাদের সন্তানদের পড়ালেখার দ্বার খোলে দেয়ায় কচিকাঁচা শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জেলা প্রশাসক ডঃ ফরিদুর রহমান কচিকাঁচা শিশু ও চা শ্রমিকদের মন-মননে বেঁচে থাকবেন অনেকদিন।
দ.ক.সিআর.২৫