জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার হরিণাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি জলাবদ্ধতার কারণে এখন মাছ চাষের পুকুরে পরিণত হয়েছে। খেলার মাঠের এই করুণ দশার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনের খেলার মাঠের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি আবার কোথাও বুক সমান পানি জমে আছে। বিদ্যালয়ের মূল প্রবেশ গেট দিয়েই এই পুকুরের মতো পানি থাকায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা গেট ব্যবহার করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁদের বিকল্প ও বেহাল রাস্তা ব্যবহার করে স্কুলে প্রবেশ করতে হচ্ছে।
বিদ্যালয় প্রাঙ্গণের এই দুর্দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মাঠের মধ্যেখানে বসানো বাচ্চাদের খেলার সরঞ্জাম ও দোলনাগুলোও বর্তমানে পানির নিচে ডুবে আছে। মাঠটির এই জলাবদ্ধ অবস্থা খেলার পরিবেশ পুরোপুরি নষ্ট করে দিয়েছে।
বিদ্যালয়টির সামনের রাস্তাও বেহাল দশায় থাকায় মাঠটি দ্রুত মাটি দ্বারা ভরাট করা এলাকাবাসীর জন্য অত্যন্ত জরুরি।
এ বিষয়ে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন-এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "আমি এই বিষয়ে অবগত এবং মাঠের এই অবস্থার জন্য ব্যথিত। আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যাতে যেকোনো সরকারি প্রকল্প বা বরাদ্দ থেকে এই খেলার মাঠটি ভরাট করতে পারি। আমি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিভিন্ন প্রস্তাবও করে রেখেছি। আমি চাই দ্রুত মাঠটি মাটি দিয়ে ভরাট করা হোক, যাতে বাচ্চারা নিরাপদে খেলাধুলা করতে পারে।"
তবে এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ-এর সাথে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও পড়ালেখার পরিবেশ বিবেচনায় খেলার মাঠটি দ্রুত ভরাট করার জন্য এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
দ.ক.সিআর.২৫