নাফিজ মাহমুদ হাওলাদার: বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক পরিষদ, বরগুনা জেলা শাখা।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অথচ দেশের শিক্ষা ব্যবস্থার মূল দায়িত্ব বহন করছে তারাই। তাই অবিলম্বে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলো জাতীয়করণ করে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫