কালনেত্র প্রতিবেদক: আইন-শৃঙ্খলা রক্ষা এবং গণমানুষের নিরাপত্তার জন্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন "বিউটিফুল চুনারুঘাট অর্গেনাইজেশন" এর ব্যানারে চুনারুঘাটবাসী।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে পুলিশ ফাঁড়ির দাবীতে রামগঙ্গা পর্যটন এরিয়ায় মানববন্ধব করেছেন চুনারুঘাটের বিভিন্ন শ্রেণীপেশার সচেতন ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বন্ধ ও বন সংরক্ষণে সাতছড়ি উদ্যানে একটি পুলিশ ফাঁড়ি এখন সময়ের দাবি।
চুনারুঘাটের পর্যটন সংগঠন 'বিউটিফুল চুনারুঘাট'র প্রতিষ্ঠাতা মশিউর রহমান জুমেল বলেন, উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
চা শ্রমিক নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার জানান, সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে এখানে। তাদের নিরাপত্তার জন্য সাতছড়িতে পুলিশ ফাঁড়ি স্থাপন করা এখন প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম জানান, অপরাধ দমনে অন্ততপক্ষে সাতছড়ি জাতীয় উদ্যানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন হলেও উপজেলাবাসীর প্রত্যাশা পূরণ হবে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মারুফ মিয়া বলেন, ভারত সীমান্ত, চা-বাগান, পাহাড় ও বন বেষ্টিত অভয়ারণ্য মিলেই সাতছড়ি জাতীয় উদ্যান। যেকারণে এখানে পুলিশ ফাঁড়ি না থাকায় চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। বিগত কিছুদিন আগেও একটি লাশবাহী এম্নুলেন্স থামিয়ে লাশের স্বজনদের অর্থকড়ি ও মোবাইলফোন ছিনিয়ে নেয়া হয়েছিল। এছাড়াও অত্র বাগানের বেশ কিছু যুবক পার্শ্ববর্তি ওলিপুর কোম্পানীগুলোতে চাকুরী করেন। তারা ডিউটি থেকে নিরাপদে বাসায় ফিরতে পারেন না, ওদের সারা মাসের সেলারী ছিনিয়ে নেয়া হয়। তাই বনাঞ্চল ঘিরে অপরাধপ্রবণতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে যদি সাতছড়িতে একটা পুলিশ ফাঁড়ি হয়।
দ.ক.সিআর.২৫