নাফিজ মাহমুদ: বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে জেলার অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে ফুলঝুড়ি উপ-স্বাস্থ্যকেন্দ্র। এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রটির আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি নিষ্কাশনের অভাবে তৈরি হয়েছে মশার প্রজননক্ষেত্র।
পরিদর্শনে দেখা গেছে, হাসপাতালের চারপাশে ও পেছনের দিকে জমে থাকা নোংরা পানি, পচা পলিথিন, ব্যবহার্য জিনিসপত্র ও ফেলে দেওয়া চিকিৎসা বর্জ্যে ভরে গেছে পুরো এলাকা। এতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ এবং বেড়ে গেছে এডিস মশার সংখ্যা।
স্থানীয়রা জানান, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের এখন ডেঙ্গুর আতঙ্কে থাকতে হচ্ছে। তারা বলেন, “এটা এখন হাসপাতাল না, যেন ময়লার ভাগাড়। প্রশাসনের কেউ খোঁজ নেয় না।”
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বরগুনা জেলায় চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এর মধ্যে ফুলঝুড়ি এলাকার সংক্রমণ সবচেয়ে বেশি।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ দ্রুত এ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দ.ক.সিআর.২৫