হাফিজুর রহমান, রাজারহাটঃ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার গুরুতর অভিযোগের প্রতিবাদে রাজারহাটের ধর্মপ্রাণ মুসলিম জনতা এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে।
৬ অক্টোবর ২৫ তারিখ বিকালে রাজারহাট পুরাতন সোনালী ব্যাংক চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল: "নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কর্তৃক অবমাননা ও রসূল (সা.) কে কটূক্তির প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল"।
বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে রাজারহাটের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা। মিছিল থেকে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো যেকোনো কাজের তীব্র নিন্দা জানান এবং সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে দোয়া ও মুনাজাতের মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবি প্রকাশ করেন। মিছিলে অংশগ্রহণকারী জনতা ধর্মীয় স্লোগান দিতে দিতে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দ.ক.সিআর.২৫