প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
মাধবপুরে অনুমতি ছাড়া এলজিইডি’র রাস্তা কেটে ড্রেন নির্মাণ
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামে অনুমতি ছাড়া এলজিইডি’র রাস্তা কেটে ড্রেন নির্মাণের কাজ চলছে। এতে জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন।
জানা যায়, জগদীশপুর থেকে ওলিপুর পর্যন্ত এলজিইডি’র এই সড়কটি অত্যন্ত ব্যস্ততম। প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করে থাকেন। এমনিতেই রাস্তাটি প্রয়োজনের তুলনায় অপ্রশস্ত; এর ওপর রাস্তার উল্লেখযোগ্য অংশ কেটে ড্রেন নির্মাণ করায় পথচারীদের দুর্ভোগ বাড়ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ৫০ থেকে ১০০ ফুট রাস্তা কেটে ফেলা হয়েছে। এতে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল নিজেদের সুবিধা হাসিলের জন্য এ কাজ করছে। স্থানীয় সরকার বা এলজিইডি কারো পক্ষ থেকেই এ প্রকল্প নেওয়া হয়নি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউন নবী বলেন, “এ ধরনের কোনো কাজ এলজিইডি’র পক্ষ থেকে করা হচ্ছে না।” একই কথা জানান নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খসরু। তিনি দাবি করেন, জনৈক হুমায়ুন মাস্টার, জাহাঙ্গীর মাস্টারসহ কয়েকজন ব্যক্তি এ কাজের সঙ্গে জড়িত।
উপজেলা প্রকৌশলী আরও জানান, এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হতে পারে।
বর্তমানে জনসাধারণের বাধার মুখে কাজ বন্ধ আছে। তবে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত