➖
নাফিজ মাহমুদ: বরগুনার তালতলীর নিদ্রার চর সমুদ্র সৈকতে আগামী শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে “নিদ্রা উৎসব ২০২৫”। এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
অনুষ্ঠান আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই উৎসবে থাকছে নানান আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
ছোট শিশুদের নিয়ে শিক্ষা-আনন্দ উৎসব (নৃত্য, গান ও কবিতা আবৃত্তি), নিদ্রা সৈকতকে ব্র্যান্ডিং করার উদ্দেশ্যে বিশেষ ফটোসেশন, বাউল গান ও লোকগানের মনোমুগ্ধকর আসর। তবে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হিসেবে থাকছে ফানুস উড়ানো অনুষ্ঠান, যেখানে রাখাইন সম্প্রদায়ের সদস্যরা সরাসরি অংশগ্রহণ করবেন।
উৎসব উপলক্ষে আয়োজক নিদ্রা পর্যটন উদ্যোক্তা কমিটি, তালতলী, বরগুনা সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এই উৎসব নিদ্রা সৈকতকে পর্যটনের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আরও পরিচিত করে তুলবে।
দ.ক.সিআর.২৫