জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাখাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী-এর সাথে আমরা সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা একযোগে উপজেলার একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করি। উৎসবকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।
ওসি বন্দে আলীর নেতৃত্বে পুলিশ দল মণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কথা বলে। এই সময় তিনি ভক্তদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।
আমরা লক্ষ্য করি, ওসি বন্দে আলী প্রতিটি মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে জোর দেন। তাঁর সক্রিয় তদারকি এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দ.ক.সিআর.২৫