➖
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার—হিন্দু-মুসলিম মিলেই এগিয়ে যাবে বাংলাদেশ।”
বুধবার অষ্টমী পূজায় তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান, পৌরসভা ও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
পূজা মণ্ডপে স্থানীয়রা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
দ.ক.সিআর.২৫