প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৪:৩০ পি.এম
মাসুম হাসান এর কবিতা “আকাশের মালিক”
▪️▪️▪️▪️▪️▪️
মাঝে মাঝে আমি চাতক পাখির মতো
আকাশের দিকে তাকিয়ে থাকি
ভাবি কত স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হলো
আকাশে তাকিয়ে তার স্রষ্টাকে ডাকি।
মনের গভীর থেকে আমি একলা কত কথা কই
যত দুঃখ যাতনা মলিনতা হারানোসব তাতে লই।
আমার দৃঢ় বিশ্বাস থাকে চাওয়াতে তার প্রতি
আমি জানি গতি হারা প্রত্যেককে তিনি দেন গতি
যখন আমি মৃত্তিকায় আধারে একেলা ছিলাম
যখন যুদ্ধ প্রতিযোগিতা সম্পর্কে কোনো ধারনা ছিল না
তখন ও তিনি আগলে রেখে বুঝেছেন আমার মতি।
আমি যখন ঘুটঘুটে অন্ধকারে হারিয়ে যাই
যখন সমুদ্রে চলন্ত নাবিকের মতো রাস্তা খুজে না পাই
যখন আমি একেবারে ক্লান্ত হয়ে বসে থাকতে চাই
যখন আমার সামনে পিছনে কোনো দিকনির্দেশনা নাই
তখন হঠাৎ করে যে আলো আমার সামনে চমকায়
সে আলো কোনো সৃষ্টির নয় আকাশের মালিকের।
মাঝে মাঝে আমি চিন্তায় একেবারে অস্তির হয়ে যাই
যেন উত্তাল সমুদ্রে ঢেউয়ের কবলে কোনো তীর নাই
আমার মন এতটাই অশান্ত হয়ে উঠে যেন সব শেষ
নির্ঘুম রাত অসহ্যকর প্রভাত যেন মরুময় পরিবেশ
আমি চারপাশে তাকিয়ে কোনো ভরসার হাত দেখিনা
কোথাও খুজে পাইনি আমি একটুখানি ছফিনা।।
তখন আমার একজনকে মনে হয় যার কাছে সব সম্বভ
তখন আমি ফিরে ছুটি আবার দেখি মনে বাজে সুখের কলরব।
আকাশের মালিক সে তো প্রত্যেকটা মরুকে সবুজ করে
প্রত্যেকটা অশান্ত মনকে প্রশান্তিতে দেয় ভরে
যার অপার মহিমাতে প্রত্যকটা অকৃতজ্ঞ বাছে
বল সব তুলো কলরব তার মতে আর কে আছে?
সমাপ্ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত