চুনারুঘাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জের চুনারুঘাটে পূজামণ্ডপগুলোতে শুভেচ্ছা অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় রানীগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রানীগাঁও ও সাটিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অনুদান তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতা এড. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকারসহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এড. আমিনুল ইসলাম বলেন,
“বাগানের মানুষরা মানুষ, আমরাও মানুষ—এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা ভেদাভেদ তৈরি করবে, তাদের পরিণতি হবে ভয়াবহ।”
তিনি এসময় নিজের চেয়ার ছেড়ে সাধারণ শ্রমিকদের কাতারে গিয়ে বসেন এবং দিলীপ কুমার নামে এক শিক্ষককে নিজের আসনটি দিয়ে সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেন।
এড. আমিনুল ইসলাম আরো বলেন,
“এই সামান্য অনুদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া হলো। দুর্গাপূজা চলাকালে কোনো অসুবিধা হলে আমরা আপনাদের পাশে থাকব। স্বাধীনতার এত বছর পরও বাগানবাসীর উন্নয়ন হয়নি। আপনাদের চাহিদা খুবই সামান্য—ইনশাআল্লাহ এগুলো পূরণের সর্বোচ্চ চেষ্টা করব।”
অনুষ্ঠান শেষে পূজামণ্ডপ নেতৃবৃন্দ বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ.ক.সিআর.২৫