হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম লিংকনের ষড়যন্ত্রমূলক প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪.০০টা দিকে পুরাতন সোনালী ব্যাংক চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ওসি নাজমুল আলম লিংকন একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা। তার নেতৃত্বে রাজারহাট থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে ছিল। তারা অভিযোগ করে আরও বলেন, একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে প্রত্যাহার আদেশ করিয়েছে, যা রাজারহাটের সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
বক্তারা দাবি জানান, অবিলম্বে ষড়যন্ত্র মূলক এ প্রত্যাহার আদেশ বাতিল করে ওসি নাজমুল আলম লিংকনকে পুনরায় রাজারহাট থানায় নিয়োগ দিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দ.ক.সিআর.২৫