নাফিজ মাহমুদ: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং উদ্যমী শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণে এক বৃহৎ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে ইনস্টিটিউটের ক্যাম্পাস, ক্লাসরুম, ল্যাবরেটরি, করিডোরসহ পুরো একাডেমিক ভবনকে ঝকঝকে করে তোলা হয়।
অভিযানে শিক্ষার্থীরা হাতে ঝাড়ু, ঝুড়ি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিভিন্ন সরঞ্জাম নিয়ে অংশ নেন। পাশাপাশি শিক্ষকবৃন্দ ও রেড ক্রিসেন্টের কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের সাথে একত্রে কাজ করে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
রেড ক্রিসেন্টের স্থানীয় নেতৃবৃন্দ জানান, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠদানের জায়গা নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ক্ষেত্রও বটে। তাই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বোঝাতে এবং শিক্ষার্থীদের সামাজিক দায়িত্বশীলতায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন,"রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবিক কাজে এগিয়ে থাকে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান শিক্ষার্থীদের জন্য একটি অনুকরণীয় উদ্যোগ। পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষার্থীরা যেমন সুস্থভাবে পড়াশোনা করতে পারবে, তেমনি তাদের মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলবে।"
অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, এ ধরনের কার্যক্রম তাদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করে এবং নিজের প্রতিষ্ঠানকে নিজের বাড়ির মতো পরিচ্ছন্ন রাখার শিক্ষা দেয়।
উল্লেখ্য, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে এর আগেও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে রেড ক্রিসেন্ট। তবে এবারের পরিচ্ছন্নতা অভিযানকে শিক্ষার্থী ও শিক্ষকরা ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন।
অভিযানের শেষে সবাই শপথ নেন—“আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখব এবং অন্যদেরও এ কাজে উৎসাহিত করব।”
দ.ক.সিআর.২৫