মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে হরিণের দেখা মিলেছে। এর আগে উদ্যানে সড়কের পাশে প্রায়শই বানরের আনাগোনা দেখা গেলেও এবার হরিণ দেখা যাওয়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
প্রকৃতিপ্রেমীরা বলছেন, এ ঘটনা বনের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক সংকেত। তারা মনে করছেন, এভাবে বন্যপ্রাণীর উপস্থিতি বাড়তে থাকলে সাতছড়ি জাতীয় উদ্যান আরও সমৃদ্ধ হবে।
বনের গাছপালা ও প্রাণী সুরক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। তাদের মতে, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনাঞ্চল সংরক্ষণ করা এখন সময়ের দাবি।
দ.ক.সিআর.২৫