মোঃ শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধানঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। খুঁজে পেতে করা হয় দোয়া মোনাজাত। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েও উদ্ধার সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে ঘটনাটি ঘটে।
নিখোঁজ ব্যক্তি রতি (সোলাগাড়ি) মৌজার বাসিন্দা রহিম উদ্দিন ওরফে ভাকরা (৭৩)। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কার করতেন।
প্রত্যক্ষদর্শী নুরমোহাম্মদ জানান, তিনি ও রহিম উদ্দিন পাশাপাশি টনি জাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ রহিম উদ্দিনের জাল নদীর ধারে কিছুতে আটকে যায়। জাল ছাড়াতে নদীতে নামলে তিনি আর উঠতে পারেননি। নুরমোহাম্মদ তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে রাজারহাট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডুবুরি দল চার ঘণ্টা তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে পরিবারের অনুরোধে আবারও খোঁজ চালানো হয়, কিন্তু শেষ পর্যন্ত রহিম উদ্দিনকে পাওয়া যায়নি।
রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর বলেন,“ নদীর পানি বৃদ্ধি হওয়ায় স্রোত কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবুও আমরা আমাদের সাধ্যমতো খুঁজেছি। পরিবারের নির্দেশিত প্রতিটি জায়গায় তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারিনি। প্রয়োজনে আবারও চেষ্টা করা হবে।”
এদিকে নদীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ নদীর তীরে ভিড় জমায়। উদ্ধার তৎপরতা ব্যর্থ হলে স্থানীয়রা চরম হতাশা ও দুঃখ প্রকাশ করেন।
নিখোঁজ রহিম উদ্দিনের পরিবারে তথা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দ.ক.সিআর.২৫