স্টাফ রিপোর্টার: সেবা কর্তৃক পরিচালিত চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লেটু বিজ্ঞান ক্লাবের আয়োজনে “বিজ্ঞান মেলা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ যেন শিক্ষার্থীদের সৃজনশীলতা, কৌতূহল আর উদ্ভাবনী চিন্তার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল।
মেলায় ১২টি দল অংশগ্রহণ করে দুটি ক্যাটাগরিতে তাদের কাজ উপস্থাপন করেছে প্রজেক্ট ও পরীক্ষণ। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা প্রজেক্ট তৈরি করে উপস্থাপন করেছে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনাব শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চুনারুঘাট, হবিগঞ্জ,
জনাব কাওছার শোকরানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চুনারুঘাট, হবিগঞ্জ, জনাব সুজিত দেব, প্রধান শিক্ষক, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,
জনাব সারওয়ার হোসেন, প্রধান শিক্ষক, কাচুয়া উচ্চ বিদ্যালয়, জনাব ডাঃ মোহাম্মদ আব্দুল মোছাব্বির, প্রতিষ্ঠাতা ও পরামর্শক, সেবা, জনাব শেখ জামাল আহমদ, ভারপ্রাপ্ত সহঃ প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং সেবার নিবেদিত কর্মীবৃন্দ।
বিজ্ঞান মেলার সার্বিক পরিচালনায় ছিলেন প্লেটু বিজ্ঞান ক্লাবের পরিচালক জনাব আবিদ মুন্সি এবং সেবার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ খালিদ হাসান।
এই আয়োজন প্রমাণ করে যে, বিজ্ঞান শুধু পাঠ্যবইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়; বরং বিজ্ঞান হলো আমাদের জীবন, সমাজ ও ভবিষ্যতের উন্নয়নের চালিকাশক্তি। শিক্ষার্থীরা যখন বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনে অনুপ্রাণিত হয়, তখন তারা নিজেদের ভেতরের সম্ভাবনাকে খুঁজে পায়। আগামী দিনে এই ক্ষুদে বিজ্ঞানীরাই দেশের অগ্রগতির নেতৃত্ব দেবে, প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিজ্ঞান মেলা শেষ হলেও এর অনুপ্রেরণা শিক্ষার্থীদের মনে দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এই আয়োজন তাদের জীবনে নতুন স্বপ্ন বুনবে, নতুন পথ দেখাবে।
দ.ক.সিআর.২৫