হবিগঞ্জ প্রতিনিধি: আজ বুধবার হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পুজা উদযাপনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা করা নিয়ে এই পরিদর্শনকালে আলোচনা হয়।
পুলিশ সুপার মন্দির কমিটি ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা প্রদান করেন। তিনি আশ্বস্ত করেন যে, জেলা জুড়ে পুজার নিরাপদ ও নির্বিঘ্ন উদযাপনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ, যারা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উপভোগ করার প্রত্যাশা করছেন।
দ.ক.সিআর.২৫