লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার মনতৈল মডেল কলেজের খেলার মাঠ লিজ দিয়ে ধান চাষ করার প্রতিবাদে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এসএম জুবায়ের আহমেদ-এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলার অভিযোগ উঠেছে। এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক মহল।
জানা গেছে, মনতৈল মডেল কলেজের খেলার মাঠ নিয়মবহির্ভূতভাবে লিজ দিয়ে তাতে ধান চাষ করা হচ্ছিল। সাংবাদিকরা এই অনিয়মের তথ্য সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এর ফলে কলেজের লিজের টাকা আত্মসাতের বিষয়টি সবার সামনে আসে।
বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর কলেজের অধ্যক্ষ রফিক আলী নিজেকে বাঁচাতে সাংবাদিক এসএম জুবায়েরের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং তা লোকমুখে প্রচার করেন। তবে, সাংবাদিকরা যখন এই অভিযোগের স্বপক্ষে প্রমাণ চান, তখন তিনি কোনো ধরনের প্রমাণ দিতে পারেননি। এতে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লাখাই উপজেলার সাংবাদিকরা বলছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা অপপ্রচারকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। তারা মনে করেন, এমন ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরুৎসাহিত করবে এবং স্বাধীন সাংবাদিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
দ.ক.সিআর.২৫