নাফিজ মাহমুদ: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরের পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এতে কারিগরি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের স্বার্থের বিপরীতে ডিগ্রি প্রকৌশলীদের উত্থাপিত তিন দফা দাবি অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে। একই সঙ্গে প্রকৌশল সেক্টরের সমস্যার সমাধানে গঠিত অসম কমিটি বাতিলের দাবিও জানান তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই তিন দফা দাবির যদি একটি দাবিও মানা হয় কিংবা আংশিকভাবে বাস্তবায়ন করা হয়, তবে শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবে এবং তা বাস্তবায়ন করবে
আয়োজনে ছিল কারিগরি ছাত্র আন্দোলন, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট।
দ.ক.সিআর.২৫