প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর অভিযানে সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নতুন ব্রীজ এলাকায় চেকপোস্ট বসিয়ে নোয়া গাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, ইব্রাহিম ও তার সহযোগী দীর্ঘদিন ধরে চুনারুঘাট এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করত। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত মাদক শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
দ.ক.সিআর.২৫