মোঃ নাফিজ মাহমুদ হাওলাদার: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম পর্বের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে রয়েছে যুব রেড ক্রিসেন্ট, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সক্রিয় যুব সদস্যরা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং পুরো কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের এই অংশগ্রহণ প্রশংসিত হয়েছে অভিভাবক ও সংশ্লিষ্ট মহলের কাছে।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় উপপ্রধান (প্রশাসন ও সংগঠন সদস্য সংগ্রহ বিভাগ) আশরাফুল ইসলাম বলেন, “আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করছি। তাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে জন্য আমাদের সদস্যরা কাজ করছে।”
স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় প্রধান সাদ্দাম হোসেন বলেন, “শিক্ষার্থীদের ভর্তির সময় স্বাস্থ্য সুরক্ষা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে আমাদের টিম সর্বদা সচেষ্ট। মানবিক সেবার এই কাজে আমরা গর্বিত।”
দ.ক.সিআর.২৫