মো: সেকেন্দার আলী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রতিগ্রাম বিএল হাইস্কুলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ, কিশোর অপরাধের কারণ ও প্রতিকার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে সৃষ্ট ঝুঁকি, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ব ও অভিভাবকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা ছাড়া মাদক, সাইবার ক্রাইম ও কিশোর অপরাধ দমন সম্ভব নয়।”
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুশিক্ষা ও চরিত্র গঠনে পরিবার, বিদ্যালয় ও সমাজের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
দ.ক.সিআর.২৫