মো:সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজারহাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন ও বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ (সাবেক ইউপি সদস্য)। সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কুড়িগ্রাম জেলা শহরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালি শেষে নিজ নিজ এলাকায় ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুজনের শরীরে বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে তারা আশঙ্কামুক্ত আছেন। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।সুস্থ না হওয়া পর্যন্ত তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ পর্যবেক্ষণে রাখবেন।
এদিকে খবর পেয়ে রাজারহাট উপজেলা ও ইউনিয়ন কৃষক দল, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং আহত নেতাদের পাশে দাঁড়ান। তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন দলীয় নেতারা।
দ.ক.সিআর.২৪