ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। চলতি বছরের জুন থেকে এডিস মশাবাহিত এই রোগ ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে, যার ফলে মৃত্যুর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি হাসপাতালগুলোতেও রোগীর চাপ দিন দিন বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে একক মাসের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে জুলাই মাসে ৪১ জনের প্রাণহানি ঘটে, যা ছিল এ বছরের সর্বোচ্চ।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে
আগস্টে আক্রান্ত ১০,৪৯৬ জন, মৃত্যু ৩৯ জন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩১,৪৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯,৮৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ১২২ জনের।
ড. আতিকুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মনে করেন, ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালীন সমস্যা নয়, বরং প্রায় সারাবছরই দেখা দিচ্ছে। তার মতে, “বর্ষা এলেই সংক্রমণ বাড়ে। এজন্য মশা দমনে ওষুধ ছিটানোর পাশাপাশি ব্যাপক প্রচার চালাতে হবে।”
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হয়েছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
দ.ক.সিআর.২৫