মোঃ সুমন, চুনারুঘাট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সকাল ১১ ঘটিকায় রোকসানা কনভেনশন হলে চুনারুঘাট উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তাওহীদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মারুফ আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব কাজী মাওলানা মখলিছুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি ছাত্রনেতা হোসাইন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি ও চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান জননেতা এডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ফুয়াদ হাসান, সাবেক জেলা সভাপতি আব্দুল হাফিজ ভূইয়া, বর্তমান জেলা সেক্রেটারি লায়েক আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস শহীদ, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী, সেক্রেটারি মীর সাহেব আলী, সাবেক থানা সভাপতি লোকমান আহমদ ও জিন্নাহ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আব্দুল হাই মামুন, খালেদ মাহমুদ, মীর ইমরান সাদী, তারেক আহমদ, শেখ আবু এহতেশাম সায়েম প্রমুখ।
দ.ক.সিআর.২৫