মো: সেকেন্দার আলী, কুড়িগ্রাম প্রতিনিধি: পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য র্যালি, পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়। ব্যানার–প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে বিভিন্ন শ্লোগান দেন। র্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ক্বারী আহমদ তালুকদার। মিলাদ শরীফ পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব হাফেজ মুহম্মদ ওমর ফারুক বিল্লাহ। আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হযরত মাওলানা কাজী মুহম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুখদেব ফাজিল মাদ্রাসা। এতে শতাধিক মুসল্লি অংশ নেন।
আয়োজকদের মতে, রবিউল আউয়াল মাস বিশ্বমানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মাস। তাই প্রতিবছরই এ মাসকে ঘিরে তাঁরা রাসূলপ্রেমে উদ্বেল হয়ে র্যালি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন।
দ.ক.সিআর.২৫