প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
মাধবপুরে ট্রাক চালককে হত্যার উদ্দেশ্যে গুলি
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে রাসেল মিয়া নামে এক ট্রাক চালককে হত্যার উদ্দেশ্যে বাসায় শোবার ঘরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাসেল মিয়া সুলতানপুর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্ল্যাহ সকালে ঘটনাস্থল পরিদর্শক করেন।
রাসেল মিয়া জানান, রাতে তিনি পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে প্রা'ণনাশের চেষ্টায় তার শোয়ার ঘরের জানালা দিয়ে গু'লি ছোড়ে দু'র্বৃত্তরা। এতে জানালার কাচ ভেঙ্গে গুলি জানালার গ্রিলে আঘাত করে। বিকট শব্দ শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা জেগে চিৎকার চেচামেচি করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্ল্যাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গুলি ছোড়ার আলামত পাওয়া গেছে। কে বা কারা জড়িত অনুসন্ধান করা হচ্ছে। তাদের অবশ্যই আইনের আওতায় নেওয়া হবে।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত