চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকার হয়রত সৈয়দ হীরা মিয়া (রহ) এর মাজার এখনো কৃষক লীগের নেতা কামাল মিয়া তালুকদারের দখলে রয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একটি সূত্র জানায় সৈয়দ হীরা মিয়া পীর সাহেব চুনারুঘাট পৌর শহরের উত্তর আমকান্দি গ্রামের আব্দুল মন্নাফের বাড়িতে বসবাস করতেন।
আব্দুল মন্নাফ ও তার পরিবার ওনার দেখাশুনা করতেন। প্রায় ৪০/৪২ বছর পূর্বে সৈয়দ হীরা মিয়া পীর সাহেব ইন্তেকাল করেন উত্তর আমকান্দি গ্রামের আব্দুল মন্নাফের বাড়িতে। উনার ইন্তেকালের পর আব্দুল মন্নাফ ৪ গ্রাম (আমকান্দি, চন্দনা, হাতুন্ডা, রাজাপুর) কবরস্তানে দাফন করা হয়। সেই সুবাদে হীরা মিয়া (রহ) এর মাজার শরিফের নির্মাণ কাজ করান আব্দুল মন্নাফ। আব্দুল মন্নাফ মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই মাজারের খাদেম ছিলেন। আব্দুল মন্নাফের মৃত্যুর পর তার ছেলে দুলাল মিয়া প্রায় ১৫ বছর পর্যন্ত খাদেম হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত আওয়ামী লীগের আমলে গত ৭/৮ বছর পূর্বে ৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি কামাল মিয়া তালুকদার ক্ষমতার দাপট প্রয়োগ করে কামাল মিয়া তালুকদার জোরপূর্বক মাজারটি দখলে নেয়। বর্তমানে মাজারের খাদেম পরিচয় দিয়ে প্রতিদিন মাজারের দানকৃত হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এলাকাবাসী কবরস্থানের উন্নয়নের জন্য কামালের কাছে টাকা চাইলে কামাল কোন টাকা পয়সা দেয়নি। এনিয়ে এলাকাবাসী মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দ.ক.সিআর.২৫