প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা বিএনপির এক বিশেষ সভা আজ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ। এতে জেলা বিএনপির প্রায় সকল যুগ্ম আহ্বায়ক, সদস্য, জেলার ৯টি উপজেলা ও ৬টি পৌরসভার সুপার ফাইভ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনজীবীদের সমন্বয়ে ১৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশনের গঠন:
প্রধান নির্বাচন কমিশনার: এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন
সহকারী নির্বাচন কমিশনার: এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট মুদ্দত আহমেদ
কমিশনার:
এডভোকেট মিজানুর রহমান চৌধুরী,
এডভোকেট মতিউর রহমান সানু,
এডভোকেট মোঃ শাহীন মিয়া খন্দকার,
এডভোকেট মোঃ আবুল ফজল,
এডভোকেট মোঃ ফয়সল আহমেদ চৌধুরী,
এডভোকেট মোঃ আছকির উজ্জামান,
এডভোকেট মোঃ ফজলুল হক,
এডভোকেট কুতুব উদ্দিন আহমেদ জুয়েল,
এডভোকেট গুলজার আহমেদ খান,
এডভোকেট এজে জালাল আহমেদ,
এডভোকেট আফজাল হোসেন,
এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ,
এডভোকেট আব্দুল কাইয়ুম,
এডভোকেট মঈনুল হোসেন দুলাল।
সভায় গঠিত কমিশন আসন্ন জেলা কাউন্সিলের নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়।
দ.ক.সিআর.২৫