প্রতিবেদক মনির সরকার, কালনেত্র: বাংলাদেশের ফলের বাজারে 'উচ্চবিত্তের ফল' হিসেবে পরিচিত ড্রাগন ফলের দাম সম্প্রতি আশানুরূপ হারে কমেছে। যে দাম গত বছর বা তার আগেও উচ্চমূল্যের বাজার ছিল, সেই দাম এখন অনেকাংশে পড়েছে। এর পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে।
প্রথমত ড্রাগন ফলের আমদানিতে গত বছরে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। প্রতিবছর বিদেশ থেকে ড্রাগন ফল আমদানি বেড়েই চলছে, যার কারণে স্থানীয় চাহিদার তুলনায় বাজারে প্রাচুর্য সৃষ্টি হয়েছে। এই অতিরিক্ত সরবরাহ মূল্যের উপর প্রভাব ফেলেছে।
দ্বিতীয়ত দেশের কিছু স্থানে ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। যদিও সামগ্রিক উৎপাদন এখনও বেশি নয়, তবে ধীরে ধীরে স্থানীয় চাষ বৃদ্ধি পেয়ে বাজারে আমদানি নির্ভরতা কমছে। এর ফলে দাম কিছুটা স্বাভাবিক হচ্ছে।
তৃতীয়ত, করোনা মহামারির পর অর্থনৈতিক অস্থিরতা ও ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় উচ্চবিত্ত মধ্যেও ড্রাগন ফলের চাহিদা কিছুটা কমেছে। অনেকেই বেশি দামের ফল কেনা এড়িয়ে যাচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, আগের তুলনায় ড্রাগন ফলের বাজারে প্রতিযোগিতা বেড়েছে। তাই দাম কমানোর দিকে তারা ঝুঁকছেন যাতে পণ্য দ্রুত বিক্রি হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ড্রাগন ফলের দাম সাময়িকভাবে কমলেও গুণগত মান ও স্বাদে এর জনপ্রিয়তা বজায় থাকবে। উচ্চবিত্তের মাঝে এটি এখনও একটি প্রিয় ফল এবং পর্যাপ্ত প্রচার-প্রসার ঘটলে বাজারে দাম আবার বাড়তে পারে।
দ.ক.সিআর.২৫