চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিঊড়া গ্রামে ৪ বছরের শিশু সন্তান সুতাং নদীতে পড়ে নিখোঁজের ৩ দিন আজ সকালে লাশ পাওয়া গেছে। নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে বদরগাজী এলাকায় তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।
শিশুটি হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে শিশু মুনতাহা বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয়। পরে চুনারুঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা গত দুদিন পর পর সুতাং নদীতে লাশে খোঁজে অভিযান চালিয়েও তার লাশের কোন খোঁজ পায়নি।
আজ সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দুরে বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের মুড়ায় আটকানো অবস্থায় লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে মুনতাহার আত্মীয় স্বজনরা লাশ সনাক্ত করে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
দ.ক.সিআর.২৫