➖
জামাল হোসেন লিটন, চুনারুঘাট:
চুনারুঘাটের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আদমপুর সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার (৪৮) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গতকাল মঙ্গলবার সকাল সাড় ৮ টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে, বাবা - মা ও স্ত্রীসহ ভাই, বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহিনী রেখে গেছেন ।
ঐদিন দুপুর আড়াই টায় আদমপুর সুন্নীয়া দাখিল মাদ্রাসা মাঠে প্রথম জানাযা ও বিকাল ৬ ঘটিকায় পাইকপাড়া শাহী ঈদগাহ ময়দানে ২ য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন ইসলামী ফ্রন্টে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। স্মৃতিচারণ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন সামছু, হবিগঞ্জ সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আউয়াল, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা শাহজালাল আহমদ আকঞ্জী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম জাফরী, জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম সারওয়ারে আলম গোলাপ, কাজী মাওলানা আব্দুল খায়ের শানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শুক রানা, মোঃ শামসুল হক, সহসভাপতি জাহেদুল ইসলাম বিএসসি, ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, মাওলানা সাইফুল মোস্তফা, মাওলানা তাহির উদ্দিন ছিদ্দিকী, উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারন সাধারন শফিকুল ইসলাম তালুকদার দুলাল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ জালাল উদ্দীন, আবু সায়েম মেম্বার, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মৃত্যুর খবর উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পরলে
তাকে এক নজর দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্র, শিক্ষক, দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষ শেষ বারের মতো ভিড় করেন।
দ.ক.সিআর.২৫