জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদ এবং বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের একমাত্র সংযোগ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ পূর্ব বুল্লা গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা, যা পথচারীদের জন্য এক দুঃস্বপ্ন।
এলাকাবাসীর অভিযোগ, এটি শুধু একটি গ্রামের রাস্তা নয়, এটি বুল্লা ইউনিয়ন পরিষদেরও একমাত্র রাস্তা। এই বেহাল রাস্তার কারণে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষজন এবং সেবাদানকারীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য এটি এক বড় সমস্যা। হেঁটে যাওয়া অসম্ভব হয়ে পড়ায় তাদের বিকল্প পথে অনেক কষ্ট করে স্কুলে যেতে হচ্ছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী জানিয়েছেন, রাস্তাটি তাদের জন্য অত্যন্ত জরুরি। তাদের মতে, "আমাদের স্কুল এবং ইউনিয়ন পরিষদে আসার জন্য এই একটিই রাস্তা। কিন্তু এর অবস্থা এমন যে হেঁটে যাওয়াও সম্ভব নয়। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে যায়, যা পার হতে খুবই কষ্ট হয়।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে ৬ নং বুল্লা ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ সৌরভ বলেন, "রাস্তাটি দ্রুত মেরামত করা হবে। আশা করছি কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে।"
রাস্তার বেহাল দশার পাশাপাশি আরেক বড় সমস্যা হচ্ছে বুল্লা বাজারের ব্যবসায়ীদের ফেলা আবর্জনা। রাস্তার পাশেই বাজারের কাঁচামাল ও অন্যান্য পচনশীল আবর্জনা ফেলে রাখায় সেখানে দুর্গন্ধের এক অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে। পথচারীদের নাকে-মুখে হাত দিয়ে রাস্তা পার হতে হয়। এ বিষয়ে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া বলেন, "আমি এ বিষয়ে অবগত ছিলাম না। যেহেতু এখন জেনেছি, দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকাবাসীর প্রত্যাশা, চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে এবং ব্যবসায়ীরা আবর্জনা ফেলা বন্ধ করবে, যাতে তাদের দুর্ভোগের অবসান হয়।
দ.ক.সিআর.২৫