প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১১:৩৬ এ.এম
মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নাহিদ মিয়া, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনার অভিযোগে মামলার প্রধান আসামি আকাশ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযুক্ত আকাশ মিয়া উপজেলার হাবিবপুর গ্রামের মোঃ নুর মিয়ার ছেলে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২ টায় র্যাব-৯ মিডিয়া অফিসের মাধ্যমে নিশ্চিত করে জানান, রবিবার দুপুর আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৮, বরিশালের একটি যৌথ আভিযানিক দল পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আকাশ মিয়াকে গ্রেপ্তার করে।"
এই ঘটনায় ভিকটিমের পরিবার মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা নং-৪২, তারিখ-২৭/০৫/২০২৫ দায়ের করেন। মামলার মূল অভিযুক্ত আকাশ মিয়া ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।"
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত