প্রেস বিজ্ঞপ্তি: প্রতিবারের মতো এবারও SEBA - Science Club চুনারুঘাট, হবিগঞ্জ আয়োজন করতে যাচ্ছে Bangladesh Junior Science Olympiad এর স্কুল পর্ব।
এখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।
# অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে।
# হবিগঞ্জ জেলার যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
# চুনারুঘাট উপজেলায় ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে—
১) প্রাইমারি: ৩য়–৫ম শ্রেণি
২) জুনিয়র: ৬ষ্ঠ–৮ম শ্রেণি
৩) সেকেন্ডারি: ৯ম–১০ম শ্রেণি।
স্থানঃ দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়
তারিখঃ ৩১ জুলাই ২০২০৫খ্রিঃ
সময়ঃ বিকাল ০২.০০ঘটিকা।
# অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠান যোগাযোগ করুন: ০১৭৯০-৮৮৬৩০০
আয়োজক: Seba Mirashi, Bangladesh Freedom Foundation-BFF ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এর যৌথ উদ্যোগে।
বিজ্ঞান চর্চায় এগিয়ে আসুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
দ.ক.সিআর.২৫