কালনেত্র ডেস্কঃ
হবিগঞ্জ জেলায় অননুমোদিতভাবে সিলিকা বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আজ (১৭ জুলাই) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ১২ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি লিগাল নোটিশ (নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস) পাঠিয়েছে।
নোটিশে বলা হয়, গেজেটভুক্ত ২৩টি বালুমহাল ১৪৩১–৩২ বাংলা সনে ইজারা না দেওয়া হলেও স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের চা-বাগানঘেঁষা ছড়া, পাহাড়ি এলাকা ও সংরক্ষিত বনাঞ্চলসহ বিভিন্ন স্থান থেকে যান্ত্রিকভাবে নির্বিচারে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে পরিবেশ, জনস্বাস্থ্য ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হচ্ছে।
নোটিশে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এবং চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছে।
বেলা তাদের নোটিশে গেজেটভুক্ত ২৩টি বালুমহাল বিলুপ্ত ঘোষণা করে গেজেট সংশোধন, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
নির্ধারিত সময়ের (৭ দিনের) মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে, তারা আদালতের দ্বারস্থ হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
দ.ক.সিআর.২৫