মীর জুবাইর আলমঃ
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ভারতের ত্রিপুরা থেকে আসা খোয়াই নদীর পাড়ের মানুষের বাড়ি ঘর জমি জমা নদী ভেঙ্গে নিয়ে যাচ্ছে। এতে নদীর আশপাশের গ্রামে মানুষের মাঝে আতংক বিরাজ করছে। কখন জানি নদী গর্ভে বিলীন হয় তাদের বাড়ি ঘর। বর্ষা আসলে মানুষের রাতে ঘুম হারাম করে নদী। কেউই নদীর পাড় বাঁধ দিতে আসেনি। মানুষের এমন দুঃখ কষ্টের কথা শোনে বাঁধ নির্মাণ কাজ শুরু করতে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেকে নির্দেশনা দেন বাংলাদেশ বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন পানি উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসান।
তিনি সাংবাদিকদের জানান বাংলাদেশ নদী মাতৃক দেশ। নদী ভাঙ্গ আমাদেরকে রোধ করতে হবে। আমি প্রতিনিয়ত নদীর পাড়ের বসবাসরত মানুষের খুজ খবর নিচ্ছি। আপনাদের সংবাদের মাধ্যমে জানতে পারি যে কোন এলাকায় নদী ভাঙ্গনে শুরু হয়েছে সাথে সাথে আমি সেই এলাকায় দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেকে আর বসে থাকতে দেইনি। আপনারা দ্রুত নদীর পাড় ভাঙ্গন রোধ করুন। খোয়াই এটি আমার জন্ম স্হান দিয়ে যাচ্ছে ঐ এলাকার প্রতি আমার আলাদা অনুভূতি কাজ করে। আপনাদের ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হাসান সাহেবের মাধ্যমে জানতে পারি যে, খোয়াই নদীর পাড় ভাঙ্গন শুরু হয়েছে। হবিগঞ্জ পানির উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সহ জেলা প্রশাসক কে বলে দিয়েছি নদী ভাঙ্গন দ্রুত প্রতিরোধে করতে। খোয়াই নদীর ভাঙ্গন থেকে গাজীপুর ইউনিয়ন চেগানগর, বরজুম, চনখলা, সহ কয়েকটি গ্রামের প্রায় ১ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যায় কাজ চলছে। নদীর পাড়ের বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তিতে ফিরে এসেছে। এবং উপদেষ্টা মহোদয়ের প্রতি এলাকাবাসি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
প্রায় সময়ই নদীর পাড়ের বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে আসেন চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান লিয়াকত হাসান ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া সহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
দ.ক.সিআর.২৫