প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৫:১৩ এ.এম
মাধবপুরে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে বিদেশি ৬ বোতল মদসহ শাজাহান মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মাদক মামলার আসামি শাজাহানকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত।
পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) বিকেলে সাড়ে ৫ টার দিকে মাধবপুর থানার এসআই শাহনুর ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে'র ২ নং ওয়ার্ডের জামালপুর গ্রামের নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি ৬ বোতল মদসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো-উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে'র ভান্ডারোয়া (জামালপুর) গ্রামের মৃত নানু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৪৩)।'
এ বিষয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) মো: কবির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, 'গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত